odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিরাজদিখানে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন।

odhikar patra | প্রকাশিত: ৪ November ২০২২ ০৪:১০

odhikar patra
প্রকাশিত: ৪ November ২০২২ ০৪:১০

নিজস্ব প্রতিবেদক :

“বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী এ ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন,রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ,কোলা ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: