odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২২ ০৭:০৩

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২২ ০৭:০৩

নাটোর জেলার লালপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার ডেবরপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৫০), শহিদুল ইসলামের ছেলে সোহাগ (২৯) এবং সোহাগের ছেলে ইভান (৫)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে-নাতি। 
লালপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, নাটোর থেকে ছেড়ে আসা জিএম পরিবহন নামে যাত্রীবাহী বাস গোপালপুর-লালপুর সড়কের ডেবরপাড়াতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সোহাগ ও ইভানের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটর সাইকেলের অপর আরোহী শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে



আপনার মূল্যবান মতামত দিন: