ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ০৫:০৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩ ০৫:০৮

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অহিদুল মুন্সী (৪০) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে, আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২১ আগষ্ট) বেলা ১১ টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান রায় ঘোষনা করেন। অহিদুল মুন্সী র্র্ৌজেলার শ্রীনগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ২১ বছর পূর্বে মামলার বাদী মো. জাহাঙ্গীর বোন পারভিন বেগম (৩৫) সাথে অহিদুল মুন্সীর বিবাহ হয়। তাদের সংসারে শম্পা (১৯), ইয়াছিন (১২), মীম (৭) এবং জান্নাত (৪) নামের চারজন সন্তান রয়েছে। অহিদুল পেশায় একজন ভ্যান চালক। দন্ডপ্রাপ্ত অহিদুলের সাথে একই গ্রামের মৃত করিম উদ্দিন ডাফার ছেলে রাজা মিয়া (৫০) ও ইনসান ডাফা (৬০), এর জমি-জমা নিয়া পূর্ব হতে বিরোধ চলিয়া আসিতেছে। বিগত ২১ সালের ২ জুন রাত অনুমান আটটার দিকে অহিদুল মুন্সী ভ্যান চালিয়ে বাড়িতে এসে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে তার স্ত্রী এবং তার ছোট মেয়ে জান্নাত (৩) কে সহ তাদের টিনের দুইচালা বসত ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান দেড়টার সময় অহিদুল তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলে, আমাদের নামে থানায় মামলা হইছে আমাদের ধরতে পুলিশ আসতেছে। চলো আমরা পালিয়ে যাই। এই কথা বলে স্ত্রীকে নিয়ে পালানোর জন্য বাড়ী হতে ১ কিলোমিটার পূর্ব দিকে শ্রীনগর থানাধীন বালাশুরের কামলা ডাঙ্গার বিলে মোসলেম মীরবলের পুকুরের পূর্ব পাড়ে করলা ক্ষেতের পার্শ্বে নিয়ে কথাবার্তা বলিতে থাকে ।

অহিদুল তার স্ত্রী পারভিন বেগমের সাথে কথাবার্তার একপর্যায়ে কৌশলে হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে পাভিন বেগমের গলায় পোচ দিয়ে জবাই করে ফেলে এবং উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে পোঁচিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্ত্রী মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরের উত্তর পূর্ব কোনে কচুরিপানার নীচে লুকাইয়া রাখে। পরের দিন সকালে বাদী তার বোনকে বাড়ীতে না পেয়ে খোঁজাখু্জরি একপর্যায়ে লোক মারফত জানতে পারে কামলা ডাঙ্গার বিলের পুকুরের মধ্যে একজন মহিলার লাশ পাওয়া গিয়াছে। সংবাদ পেয়ে বাদী তার ছোট ভাই আল আমিন (২১) কে সহ উক্ত স্থানে বোনের লাশ সনাক্ত করে।

পরবর্তীতে শ্রীনগর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পারভিন বেগমের লাশ পানি হতে উপরে উঠিয়ে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার পরের দিন নিহতের ভাই মো.জাহাঙ্গীর বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। এরপর দিন আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আসামী বিচারকের কাছে দোষ স্বিকার পুর্বক জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীতে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষনা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, শ্রীনগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত কাশেম বেপারীর মেয়ে পারভিন বেগমকে বিগত ২১ সালের ২ রা জুন রাতে তার স্বামী অহিদুল মুন্সী নির্মম ভাবে হত্যা করেছে। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী অহিদুল মুন্সীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড। এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষনার সময় আসামীকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। এ সময় আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, স্ত্রী হত্যার দায়ে মুন্সিগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক আসামী অহিদুল মুন্সীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: