odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ধামইরহাটে বিশ্ব পর্যটন দিবসে শোভাবর্ধনকারী গাছের চারা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৭:২৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৭:২৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিশ্ব পর্যটন দিবসে বিনামূল্যে বিতরণ করা হয়েছে শোভাবর্ধণ কারী গাছের চারা। দিবসটি উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

পরে র‌্যালী শেষে দুপুর ১২ টায় ইউএনও মো. আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: