odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গলাচিপায় নানা আয়োজনে চিশতিয়া অনুসারীদের ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৯:৪১

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৯:৪১

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে নানা আয়োজনে চিশতিয়া অনুসারীদের ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব নবীর শুভাগমনে আব্দুল মোশারেফ হোসেন চিশতির উদ্যোগে খাজা মাঈনুদ্দীন চিশতির অনুসারীরা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাচ্চু খন্দকার, মাহাবুব হাওলাদার, আলাউদ্দিন খান, ইদ্রিস হাওলাদার, রবিউল হাওলাদার, হান্নান হাওলাদার, আলতাফ খন্দকার, আতাহার প্যাদা, মোশারেফ মৃধা, মুনসুর হাওলাদার, রিয়াজ হাওলাদার, মিরাজ হাওলাদার, আনিস হাওলাদার, রিফাত খান, সুজন প্যাদা, রান্না করেন নূরু গাজী, সুজন চন্দ্র শীল প্রমুখ।

এ সময় আব্দুল মোশারেফ হোসেন চিশতি বলেন, প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মগ্রহণ করেন। মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন। আজ তার জন্মদিনে আমরা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছি।

পরে দুপুর ২ টায় মোহাম্মদ মোসারেফ শিসতিয়া নেতৃত্বে গোলখালী ইউনিয়নে প্রায় ২ হাজার লোকের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: