odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ৬ November ২০২৩ ১৬:৪৪

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬ November ২০২৩ ১৬:৪৪

এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ ইলিয়াছ (৫২) নামে চালক গুরুত্বর আহত হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আহত চালককে উদ্ধার করেন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

স্থানীয়রা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটি (ময়মনসিংহ ল-১২০৩৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পরে। এ সময় চালক আহত হন। তারা মনে করছেন, ফাঁকা সড়কে দ্রুত গতির কারনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ মাহফুজ রিবেন জানান, আহত ইলিয়াছ খুলনার বাসিন্দা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: