odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছেন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১৬:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১৬:১৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন কিভাবে স্বাধীন হলো এই ইতিহাসটা অনেকের জানা নেই। এই স্বাধীনতা কে দিল, শেখ হাসিনা। এর জন্য অন্য কারো কৃতিত্ব ছিল না।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন। তফসিল ঘোষণা উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন তার ক্ষমতাবলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমরা গতকালই তফসিলকে স্বাগত জানিয়েছি। আমরা আশা করি, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা মিনিংফুল নির্বাচন করতে সক্ষম হবে।



আপনার মূল্যবান মতামত দিন: