odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি ভোট বর্জন করুন : রিজভী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪ ১২:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪ ১২:০১

দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি ভোট বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শুধুমাত্র বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গত ১৫ বছর ধরে অব্যাহতভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছে সরকার। সংবিধানকে দুমড়ে-মুচড়ে কাগজের নৌকা বানিয়েছে তারা। গত তিনটি নির্বাচনে তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, ‘ভোটাধিকার হরণ করে দেশের জনগণকে রিফিউজিতে পরিণত করা হয়েছে। অতএব ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করুন। ’

বৃহস্পতিবার সকালে নির্বাচন বর্জনে ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: