odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ডিসেম্বরে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ৫১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ January ২০২৪ ১০:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ January ২০২৪ ১০:৩৩

২০২৩ সালের ডিসেম্বর মাসে সারা দেশে ৫১৭টি সড়ক দুর্ঘটনায় ৫১২ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৭৯৩ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫৯ জন নারী ও  শিশু ৬৪ জন। এ ছাড়া ৭১ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

একই সময়ে ২১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৯.২৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.১৯ শতাংশ। দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছে, যা মোট মৃত্যুর ২২.২৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, যা ১০.৯৩ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক দুর্ঘটনাসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: