ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

জনগণ এই নির্বাচন মানে না : খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৪ ১৮:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৪ ১৮:০৮

দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি বলেন, ‘এই নির্বাচন কোনো ভালো নির্বাচন হয়নি। জনগণ এই নির্বাচন মানে না, জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ২৬ জনের যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, জনগণ তা মানে না।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আহমদ আলী কাসেমী বলেন, ‘এই নির্বাচনে নির্বাচিত সরকারকে জনগণ পাঁচ বছর কেন, পাঁচ দিনও দেখতে চায় না। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: