odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৪ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৪ ২৩:৩০

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ নভেম্বর সকাল ১১টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক নাবিউল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন আর্দশ কলেজের প্রদর্শক হামিদুল হক ও রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ী'র সভাপতি শেখ রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদসহ অনেকেই।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর পলাশবাড়ী প্রেসক্লাবে ২০০৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহ আলম সরকার সভাপতি, পাপুল সরকার সাধারণ সম্পাদক, আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক, আশরাফুজ্জামান সরকার সহ-সভাপতি, হাসিবুর রহমান স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক, হামিদুল হক মন্ডল কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এসানুল হক মিলন মন্ডল, সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ রায়, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন, মতিয়ার রহমান লাভলু ও এ্যাড. আবেদুর রহমান সবুজ সদস্য সচিব নির্বাচিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: