odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১

odhikarpatra | প্রকাশিত: ৮ November ২০২৪ ১৭:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৮ November ২০২৪ ১৭:৩৩

লক্ষ্মীপুর জেলার জকসিন বাজারে আজ ভোর রাত ৪টার দিকে ট্রাকের ধাকায় অটোরিকশা চালক আবু তাহের (৫০) নিহত হয়েছে। এসময় সুমন নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর আবু তাহেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য গুরুতরর আহত সুমন হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থায় আশংকাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়। ট্রাক ও চালকে আটকের চেষ্টা চলছে



আপনার মূল্যবান মতামত দিন: