odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করাই শ্রম সংস্কার কমিশনের লক্ষ্য: সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২৪ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২৪ ২৩:৫৭

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ের সব শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা রয়েছে।

তিনি আজ মঙ্গলবার বাসসকে বলেন, শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন একটি সুপারিশমালা প্রণয়ন করবে এবং তা সরকারের কাছে জমা দেয়া হবে।

শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় নূন্যতম মজুুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় দেশে শ্রমজীবী সংগঠনগুলির শ্রম সংস্কার কমিশন গঠনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার শ্রম খাতের সমস্যা নিরসনে ১০ সদস্য বিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগ গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

শ্রম বিষয়ক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শ্রম বিষয়ে কাজ করেছেন।

তিনি বাসসকে জানান, শ্রম খাতের উন্নয়নে সবার মতামত নিয়ে এ সপ্তাহের মধ্যেই যাতে কাজ শুরু করা যায় সে চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেবেন। এ জন্য তিনি সকল মহলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: