odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গলাচিপায় ট্রাক ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের কর্মী নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৪ ১৫:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৪ ১৫:৫১

গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নের , মোঃ তরিকুল ইসলাম তুহিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন।

২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ টার দিকে গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় মৃধা বাড়ি মসজিদ সামনে গলাচিপা টু পটুয়াখালী, ঢাকা হাইওয়ে সড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তরিকুল ইসলাম তুহিন
২ নম্বর ওয়ার্ডের সুহরী এলাকার মোঃ রহিম খান এর ছেলে এবং উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনসাধারণ ঘতক ট্রাক' টিকে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীবৃন্দারা ঘটনা স্থলে পৌঁছে আগুন ও বিক্ষুব্ধ জনসাধারণকে নিয়োন্ত্রন এনে নিহত তরিকুল ইসলাম তুহিন এর লাশ উদ্ধার করে গলাচিপা সদর হাসপতাল নিয়ে আসে হয়।
সুরতাহাল শেষে পরিবারের দাবীতে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধে পরিবারের কাছে হস্তান্তর করে।
গলাচিপা থানার ওসি মোঃ আশাদুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাটিয়ে পরিস্থিতি নিয়োন্ত্রন এনে নিহতের লাশ উদ্ধার করে গলাচিপা হাসপতালে আনা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহত তরিকুল ইসলাম তুহিন এর লাশ পরিবারের দাবীতে হস্তান্তর করা হয়। এছড়া ঘতক ট্রাক ও চালক' খুলনা দৌলতপুর এর মহেশ্বর পাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবু তাহের মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (৩১) কে আটক করা হয়েছে এবং হেলপার গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার পটুয়াখালী।



আপনার মূল্যবান মতামত দিন: