odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাংলাদেশে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের জিএসএ হিসেবে নিয়োগ পেল সায়মন এয়ার ট্রাভেলস

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৪ ২২:২১

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৪ ২২:২১

জর্ডানের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এ লক্ষ্যে বাংলাদেশে তার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ করেছে সায়মন এয়ার ট্র্যাভেলস লিমিটেডকে।

এখন থেকে সায়মন এয়ার ট্র্যাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট বিক্রি ও বিপণন পরিষেবা প্রদানের পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা প্রদান করবে।

আগামী ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।

সায়মন এয়ার ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ জানান, প্রাথমিকভাবে অফলাইনে টিকিট বিক্রির মধ্যদিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু করলেও তা শিগগিরই অনলাইনে চলে আসবে।

তিনি আরও জানান, এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫ টিরও বেশি গন্তব্যে এবং ৫০ টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: