odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বেইলি সেতুর পাটাতন ভেঙে বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বন্ধ

odhikarpatra | প্রকাশিত: ৮ December ২০২৪ ২৩:৩৮

odhikarpatra
প্রকাশিত: ৮ December ২০২৪ ২৩:৩৮

বেইলি সেতুর পাটাতন খুলে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ সকাল ৯টার দিকে বান্দরবান-রুমা সড়কে কুক্ষ্যংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বন বিভাগের রুমা রেঞ্জের কার্যালয় সংলগ্ন বেইলি সেতুটির পাটাতন খুলে গেলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বান্দরবান-রুমার সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রুমা বাস সার্ভিস লাইনম্যান লুপ্রু মারমা বলেন, রুমা থেকে সকাল সাড়ে ৭টার প্রথম বাসটি পার হবার পর আর কোন বাস সেতু পেরুতে পারেনি। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে বাস ছাড়া বন্ধ রাখা হয়নি।

তিনি আরও বলেন, রুমা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো সেতুর এপারে থামবে। আর বান্দরবান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সেতুর ওপারে থাকবে। যাত্রীরা পায়ে হেঁটে সেতু এলাকা পার হবেন। তারপরে বাসে উঠে গন্তব্যে যেতে পারবেন।

সকালে বান্দরবান সদর থেকে আসা এক যাত্রী মাসাবু (৩৫) বলেন, ছেলে ও মেয়েকে নিয়ে বান্দরবান থেকে কিছু জিনিসপত্র ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় বাস থেকে নেমে যেতে হয়েছে। দুই সন্তানকে কোলে নিয়ে কীভাবে জিনিসপত্র বহন করব? নির্জন এলাকায় কোন শ্রমিকও নেই। বড় ভোগান্তিতে পড়ে গেছি।

গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি বলে জানিয়েছেন জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, বেইলি সেতু ভেঙে পড়ার খবর ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন।



আপনার মূল্যবান মতামত দিন: