odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফরিদগঞ্জে ৩ যুবদল কর্মী হত্যায় ১১ বছর পর মামলা

odhikarpatra | প্রকাশিত: ৯ December ২০২৪ ১৬:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৯ December ২০২৪ ১৬:৫৪

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন ও বাবুল ভূঁইয়া নামে যুবদলের ৩ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ১১ বছর পর ৩৩৫ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে চাঁদপুরে ফরিদগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী যুবদল কর্মী আরিফ হোসেনের ভাই মো. দেলোয়ার হোসেন।

আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মামলার আইনজীবী মো. আবুল খায়ের স্বপন। মামলায় আসামী করা হয়, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম কাজল বিএসসি, পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক, মো. মাসুদ হোসেন ভুঞা (কিলার মাসুদ), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. অহিদুর রহমান অহিদ, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনিরসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৫ অক্টোবর শুক্রবার তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে ডাকা মিছিল সমাবেশকে কেন্দ্র করে সংঘষের্র সময় গুলিতে তারা নিহত হন। এই ঘটনায় সেদিন অনেকেই আহত হয়েছিলেন।

নিহত জাহাঙ্গীর বেপারী উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব গাজীপুর তিনকড়ি বেপারী বাড়ির আ. মতিন বেপারীর ছেলে। রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের আব্দুল আলিমের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর রহিমে ছেলে বাবুল ভূঁইয়া।

নিহতের পরিবারের পক্ষ থেকে ওই সময়ে মামলা করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের পাল্টা মামলার কারণে তাদের মামলাগুলোর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি



আপনার মূল্যবান মতামত দিন: