odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত

odhikarpatra | প্রকাশিত: ১২ December ২০২৪ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ১২ December ২০২৪ ২৩:২৯

নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে মুক্ত দিবসের বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় । পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা এতে অংশ নেন। 

পরে মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও তাদের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, ১৯৭১ সালে জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকবাহিনী। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পারিয়ে যায় তারা। ফলে পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।



আপনার মূল্যবান মতামত দিন: