odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নীলফামারী মুক্ত দিবস পালিত

odhikarpatra | প্রকাশিত: ১৩ December ২০২৪ ১৮:০৪

odhikarpatra
প্রকাশিত: ১৩ December ২০২৪ ১৮:০৪

নীলফামারী জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। 

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর দখল মুক্ত হয় নীলফামারী। 
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সকাল ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। 
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকার প্রমুখ। 
এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতারা এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী সদর পাকিস্তানী হানাদার বাহিনীর দখল মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে সেদিন রাতে পাকিস্তানী বাহিনী জেলা সদর ছেড়ে সৈয়দপুর সেনানিবাসে আশ্রয় নেয়। এরপর ভোরে বীর মুক্তিযোদ্ধারা শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: