odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যাত্রী নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৪ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৪ ২৩:৫২

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে আজ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।

দুপুর সাড়ে ১২টায় চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে থাক্কা লাগে। এ সময় বাসের তিন যাত্রী ঘটনা স্থলে নিহত হয়। আহত হয় আরো ১০/১২ জন। তৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের নাম পরিচয় জানতে পারেনি।

মিয়ারবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি



আপনার মূল্যবান মতামত দিন: