odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দীর্ঘ চার মাস পর চালু হলো কাজিরহাট আরিচা নৌ রুটের স্পিডবোর্ড সার্ভিস

odhikarpatra | প্রকাশিত: ১৬ December ২০২৪ ০১:১৫

odhikarpatra
প্রকাশিত: ১৬ December ২০২৪ ০১:১৫

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ যমুনা সেতুকে এবয়েড করে অল্প সময়ে স্বল্প খরচে নিরাপদে ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পাবনার কাজিরহাট আরিচ নৌ রুট।

গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন কারণেই কাজিরহাট আরিচা নৌ রুটের স্পিডবোর্ডের মালিকরাও আত্মগোপনে চলে যাওয়ায় স্পিডবোট সার্ভিসটি বন্ধ হয়ে যায়।
নৌ রুটের দ্রুততম জান স্পিডবোর্ড সার্ভিসটি পুনরায় চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ নতুন স্পিড বোর্ড মালিকদের, মালিকানা যাচাই স্পীডবোর্ডের ফিটনেস চেক, দক্ষ চালক ও প্রতিটি যাত্রীর জন্য আলাদা করে লাইভ জেকেট নিশ্চয়তা প্রদান করে গতকাল ১৪ ই ডিসেম্বর শনিবার বেলা ১১:৩০ মিনিটে কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিডবোর্ড সার্ভিসটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন স্পিডবোর্ড সার্ভিসটির শুভ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল, আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন, স্পিডবোর্ডের মালিক ও যাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্পিডবোর্ডের মালিকগণ বলেন প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে আমরা সর্বদা স্পিডবোর্ড সার্ভিস দিয়ে যাওয়ার চেষ্টা করব।
এদিকে দীর্ঘ চার মাস পর কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিডবোর্ড সার্ভিসটি চালু হওয়ায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন আমরা এ স্পিডবোর্ডের মাধ্যমে খুব অল্প সময়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারি এতে আমাদের অনেক সুবিধা হয়।
কাজিরহাট নৌ রুট দিয়ে পারাপার হওয়া সকল যাত্রীদের জান মালের হেফাজত ও নিরাপত্তা নিশ্চিত করতে আমিনপুর থানা পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন
এ বিষয়ে পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল বলেন যাত্রী এবং স্পিডবোর্ডের মালিকদের কথা বিবেচনা করেই স্পিডবোর্ডের ভাড়া নির্ধারণ করা হবে।

পাবনা থেকে শরিফুল ইসলামঃ



আপনার মূল্যবান মতামত দিন: