odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

মাতামুহুুরী নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৪ ২২:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৪ ২২:৩৬

বান্দরবন জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

সোমবার সকালে নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিষ্টান বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চার বান্ধবীর সঙ্গে নদীর মিশন ঘাটে গোসল করতে যান অর্পিতা। এ সময় তিনজন গোসল শেষে উপরে উঠলেও অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে স্রোতের টানে ডুবে যায় অর্পিতা ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। তবে বিকেল তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান, লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: