odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৩১ December ২০২৪ ১২:২৮

odhikarpatra
প্রকাশিত: ৩১ December ২০২৪ ১২:২৮

নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ইমদাদুল মোল্যা (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত ইমদাদুল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের জামাল মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌগাছা বাসস্ট্যান্ড এলাকার মুদি ব্যবসায়ী ইমদাদুল মোটরসাইকেলযোগে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: