odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সিরাজগঞ্জের ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

odhikarpatra | প্রকাশিত: ৮ January ২০২৫ ২০:২৯

odhikarpatra
প্রকাশিত: ৮ January ২০২৫ ২০:২৯

জেলার তাড়াশে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে তাড়াশ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এরফান আহমেদ, শিক্ষা কর্মকর্ত মুসাব্বির হোসেন খান, ষুব উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্রনাথ চন্দ্র, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহাদাত হোসেন খন্দকার ও ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান নিরব।

এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: