odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

তারুণ্যের উৎসবে রাঙ্গামাটিতে থাকছে লোক ও কারুশিল্প মেলা

odhikarpatra | প্রকাশিত: ৯ January ২০২৫ ১৫:০২

odhikarpatra
প্রকাশিত: ৯ January ২০২৫ ১৫:০২

 তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলার আয়োজন করা হয়েছে। বাসসকে এ কথা  জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি জানান, আগামী ১৬-২৫ জানুয়ারি রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শহিদ এম শুক্কুর স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে  বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  ১০দিন ব্যাপী এ লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হবে।

'এসো দেশ বদলাই-পৃথিবী' বদলাই'স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন আয়োজিত ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলায় তরুণ উদ্যোক্তাসহ অন্যান্যদের অংশ নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি,আলোচনা সভা,তরুণদের নিয়ে বিভিন্ন ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন থাকছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

 



আপনার মূল্যবান মতামত দিন: