odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বান্দরবানের রোয়াংছড়িতে তিনদিন ব্যাপী তারুণ্যের মেলা

odhikarpatra | প্রকাশিত: ১১ January ২০২৫ ২১:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১১ January ২০২৫ ২১:৫৮

জেলার রোয়াংছড়ি উপজেলায় আজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক শ্লোগানকে ধারণ করে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে।

আজ শনিবার রোয়াংছড়ি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী।

রোয়াংছড়ি উপজেলা তারুণ্যের মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিনলং বুইতিং, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লাপ্রাদ ত্রিপুরা প্রমুখ।


পরে, অতিথিবৃন্দ তারুণ্যের মেলায় প্রদর্শিত স্টলসমূহ পরিদর্শন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলার রোয়াংছড়ি কলেজ, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা এবং বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ মেলায় অংশ নিচ্ছে। আগামী সোমবার তিনদিনব্যাপী এ মেলা শেষ হবে।



আপনার মূল্যবান মতামত দিন: