odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে 'জাস্টিস ফর জুলাই'র দেওয়াল লিখন কর্মসূচি

odhikarpatra | প্রকাশিত: ২৭ January ২০২৫ ১৯:০০

odhikarpatra
প্রকাশিত: ২৭ January ২০২৫ ১৯:০০

ইবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের স্মৃতি সদা জাগরুক রাখতে এবং জুলাই বিপ্লব পরে প্রত্যাশিত রাষ্ট্রের সংস্কার, সীমান্তবর্তী মানুষের সংগ্রাম, ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ'সহ বিভিন্ন দিক দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে তুলে ধরেছে সামাজিক সংগঠন 'জাস্টিস ফর জুলাই' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি, মেইন গেইট, অনুষদ ভবন, ওয়াজেদ মিয়া বিল্ডিং, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, বটতলা, ঝালচত্ত্বরসহ বিভিন্ন স্থানে রং তুলিতে তাঁদের লেখা গুলো ফুটিয়ে তোলেন।

সংগঠনটির আহ্বায়ক নাহিদ হাসান জোয়ার্দার বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি জনসাধারণের হৃদয়ে সদা জাগরুক রাখতে কাজ করে যাচ্ছে জাস্টিস ফর জুলাই, ইসলামী বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় আজকের এই দেওয়াল লিখন কর্মসূচি বাস্তবায়ন করা হলো। আমরা পত্রিকায় চোখ বুলালেই দেখতে পারছি যে আমাদের জুলাই বিপ্লবের শহিদ পরিবারের কি পরিমাণ দুর্দশা এবং আহত বিপ্লবীদের চিকিৎসার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা। জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে আমাদের প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে সীমান্তবর্তী কৃষক, শ্রমিক ও দেশপ্রেমিক জনসাধারণ বিজিবির একাত্ম হয়ে প্রতিরোধ গড়ে তোলে। আমাদের লিখনীতে মূলত এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: