odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

গাজীপুরে তেলের পাম্প ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

odhikarpatra | প্রকাশিত: ৩০ January ২০২৫ ১৩:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৩০ January ২০২৫ ১৩:৩৩

গাজীপুর জেলার বিভিন্ন স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অননুমোদিত তেলের পাম্প ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে অনুমোদিত ফিলিং স্টেশনগুলো নীতিমালা প্রতিপালন করে কার্যক্রম পরিচালনা করছে কি-না, সঠিক ওজনে তেল বিক্রয় করছে কি-না তাসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করা হয়।

এসময় বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে তেলের গুণগতমান পরীক্ষার জন্য কিছু স্যাম্পল সংগ্রহ করা হয় এবং তা পরীক্ষায় কিছু কিছু ফিলিং স্টেশনের তেলের গুণগত মানের গরমিল পাওয়া যায়। ফলে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি অননুমোদিত তেল পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।



আপনার মূল্যবান মতামত দিন: