odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম পরিবর্তন যমুনা সেতুর দুই প্রান্তের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন

odhikarpatra | প্রকাশিত: ৭ February ২০২৫ ১৯:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৭ February ২০২৫ ১৯:৪৭

রেলওয়ে সূত্র জানায়, আগে নাম ছিল বঙ্গবন্ধু সেতু পুর্ব
যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম পরিবর্তন
যমুনা সেতুর দুই প্রান্তের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম। পরিবর্তিত সিরাজগঞ্জ প্রান্তের নাম হচ্ছে সায়দাবাদ এবং টাঙ্গাইল প্রান্তের নাম হচ্ছে ইব্রাহিমাবাদ।

আওয়ামী শাসনামলে নামকরণ করা যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম রেলওয়ের টিকিট কাটার ওয়েবসাইটে এখন আর দেখা যাচ্ছে না। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। নতুন নামেই টিকিট বুকিং দিতে হবে।

আজ শুক্রবার বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র জানান, অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভি যমুনা সেতুর দুইপ্রান্তের পূর্বের নাম সংশোধন করে নতুন নাম সংযোজন করেছে। স্টেশনগুলোর নতুন নাম গত ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।

ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ চোখে পড়ে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে টিকেট কাটতে হচ্ছে ওয়েবসাইট থেকে।

নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের পরিবর্তিত নামেই অনলাইনে সার্চ করে টিকিট সংগ্রহ করতে হবে৷



আপনার মূল্যবান মতামত দিন: