odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবি থানা ইবি থেকে না সরানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৫ ১৭:০৭

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৫ ১৭:০৭

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) কে অরক্ষিত করে ইবি থানা কে না সরানোর দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সারে ১১ টার দিকে সকলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হন।
কর্মসূচিতে সহস্রাধিক অংশগ্রহণ করেন বিক্ষুব্ধ জনতা। দুপুর ১২ টায় তারা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পরেন যাত্রীরা।

এদিকে মানববন্ধনে উপস্থিত বক্তাদের দাবি, সম্প্রতি পতিত সরকারের সুবিধাভোগীরা ঝাউদিয়ায় থানা উদ্বোধনের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টি করেছে, যা কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এবং এ অঞ্চলের মানুষ ও গৌরবময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ইবি থানা ইবিতেই রাখতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে হলে, ইবি থানাকে তার পূর্বাবস্থায় বহাল রাখার কোনো বিকল্প নেই। স্বভাবতই, বিশ্ববিদ্যালয়ের অবস্থান কুষ্টিয়া শহর থেকে ২৫ কিলোমিটার দূরত্বে এবং বিনাইদহ সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এলকাটি দুর্গম এবং নিরাপত্তাজনিত সংকটে রয়েছে। অতএব, ফ্যাসিস্ট সরকারের স্বার্থান্বেষী মহলের এক তরফা সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বহাল রাখার জন্য অনুরোধ করছি।


ইবি থানা বাস্তবায়ন কমিটির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদুল হাসান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক এমপি হানিফকে ঝাউদিয়ার কয়েকজন নেতৃপর্যায়ের লোক ঝাউদিয়া ইবির সন্নিকটে বলে প্রতারণামূলক স্বাক্ষর করায় নেয়। যা মিথ্যা ও তথ্য গোপন রেখে এমন কাজ করেছে। আমরা চাই ইবি থানা ইবিতে থাকুক।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, আমরা এলাকাবাসী ও ছাত্র জনতার দাবির কথা শুনেছি। সুবিধা অসুবিধার কথা শুনে তদন্ত রিপোর্ট করা হবে। জন দুর্ভোগের কথা চিন্তা করতে হয় আমাদের।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৭ হাজার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইবি থানা ইবিতেই থাকতে হবে। এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে ঝাউদিয়াবাসী সরকারের কাছ থেকে ৪-৫ টা থানা নিয়ে আনলেও আমাদের আপত্তি নাই।



আপনার মূল্যবান মতামত দিন: