
রবিবার রাতে অনলাইন প্লাটফরম বিভিন্ন সোস্যাসাল মিডিয়া থেকে প্রচার করা হয় গুলশানের একটি স্পা সেন্টার থেকে যৌথবাহিনী নব্যগঠিত এবি পাটির সাধারন সম্পাদক ব্যারিসটার ফুয়াদ কে আটক করে এবং কেন্টনম্যান্ট নিয়ে জিজ্ঞেসদাবাদ করছে। এ বিষয়টি নিয়ে রবিবার রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তোলে।
তার পরি প্রেক্ষিতে এবি পাটির চেয়ারম্যান সোমবার ২৪ তারিখ গণমাধ্যমে এক ক্ষুদে বার্তা লিখেছেন ,
এবিপার্টির (আমার বাংলাদেশ) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রপাগান্ডা বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আপনার মূল্যবান মতামত দিন: