odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৬ March ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২৬ March ২০২৫ ২৩:৫৬

ঝিনাইদহে জেলার কালীগঞ্জ উপজেলায় আজ কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় খোকন তরফদার (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার কালীগঞ্জ- কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন তরফদার কালীগঞ্জ উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃধবার সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহত খোকন তরফদার-এর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: