
নিজস্ব প্রতিবেদক :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের দাম্মাম প্রদেশর কাতিফ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় আল-কাতিফ বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।
কাতিফ জেলা বিএনপির আহবায়ক মো.ইব্রাহিম এর সভাপতিত্বে সদস্য সচিব মো.আরিফ হোসনে এবং যুগ্ম-আহবায়ক মো.বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সহ-সভাপতি সামছুল আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ,সহ-সভাপতি সোহেল চৌধুরী, সুমন তালুকদার, আল খোবর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, আল খোবর মহানগর বিএনপির আহবায়ক মো.কাউসার তালুকদার, দাম্মাম মহানগর বিএনপির সদস্য সচিব আল আমিন, সদস্য সচিব জানে আলম,দাম্মাম প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক লোকমান সোহেল, দাম্মাম প্রাদেশিক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো.ডালিম,সাধারণ সম্পাদক তারেক জামান,দাম্মাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আল খোবর মহানগর যুবদলের আহবায়ক ওমর ফারুক, কাতিফ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তোফায়েল, কাতিফ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক চান মিয়া ,সুবেখা উত্তরের যুবদল সভাপতি শাহরিয়ার সুবজ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।#
আপনার মূল্যবান মতামত দিন: