odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

কুলিয়ারচরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ৩১ March ২০২৫ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ৩১ March ২০২৫ ২৩:৫১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দ’ুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষীপুর মধ্যপাড়া নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিন (২৭) নামের অপর আরোহীকে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। নিহত শামীম মিয়া গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন লক্ষীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে। নিহতেরা উভয়েই পেশায় কাঠ মিস্ত্রী ছিলেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: