ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অশালীন পোশাক পরার অভিযোগে দেশ ছাড়তে বাধ্য হলেন সৌদি আরবের নারী সাংবাদিক।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ জুন ২০১৮ ২২:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ জুন ২০১৮ ২২:৫৪

অশালীন পোশাক পরার অভিযোগে দেশ ছাড়তে বাধ্য হলেন সৌদি আরবের নারী সাংবাদিক। তিনি দেশটির একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকা। নাম শিরিন আল রিফায়ে।
 
শিরিনের বিরুদ্ধে অভিযোগ, উপস্থাপনের সময় তার পরণের বোরকা আংশিক উন্মুক্ত ছিল। তার বোরকার ভিতর দিয়ে জামা দেখা যাচ্ছিলো।
 
নারী উপস্থাপিকার ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীকে ব্যাপকভাবে গালিগালাজ করা হয়। সঙ্গে করা হয় ব্যঙ্গ। ওই নারীর নামে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, রিয়াদে নগ্ন মহিলা গাড়ি চালাচ্ছেন।
 
এ খবর পৌঁছে যায় রাজ পরিবারে। রাজ পরিবারের শাসকরা তদন্ত করে জানান, নারী ওই উপস্থাপিকা দেশটির পোশাকবিধি লংঘন করেছেন। সঙ্গে সঙ্গে তলব করা হয় ওই টেলিভিশন চ্যানেলকে। তারপর শিরিন এক প্রকার বাধ্য হন দেশ ছাড়তে।
 
তবে দেশটির অনেকে শিরিনের পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ ওই নারীর পক্ষ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে।


আপনার মূল্যবান মতামত দিন: