
ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন মুশফিকরা।
৫ ও ৬ ফেব্রুয়ারি সেখানে ভারত ‘এ’দলের বিপক্ষে ২ দিনের অনুশীলন ম্যাচ খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
ম্যাচটির জন্য মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। জায়গা পেয়েছেন লিটন কুমার দাস ও শফিউল ইসলাম।
ভারতীয় কন্ডিশনে ৪ জন পেসার নেয়ার যৌক্তিকতা দেখাতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর অভিষেক টেস্টে অর্ধশত হাঁকালেও সোহানের পরিবর্তে লিটনের জায়গা দেয়াকে সঠিক মনে করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আপনার মূল্যবান মতামত দিন: