odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 31st January 2026, ৩১st January ২০২৬
৮২ বছর বয়সেও প্রতিযোগিতামূলক দাবায় দাপট দেখিয়ে জাতীয় মহিলা দাবা লিগে শিরোপা জিতেছেন কিংবদন্তি এই দাবাড়ু।

বয়স কেবলই সংখ্যা: ৮২ বছরেও দাবার বোর্ডে অপরাজিত রাণী হামিদ

Special Correspondent | প্রকাশিত: ৩০ January ২০২৬ ২৩:১০

Special Correspondent
প্রকাশিত: ৩০ January ২০২৬ ২৩:১০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জীবন্ত কিংবদন্তি রাণী হামিদ আবারও প্রমাণ করলেন ইচ্ছাশক্তি আর মেধার কাছে বয়স হার মানতে বাধ্য। ৮২ বছর বয়সেও প্রতিযোগিতামূলক দাবার বোর্ডে নিজের আধিপত্য বজায় রেখে ঘরোয়া মহিলা দাবা লিগে শিরোপা জিতেছেন এই আন্তর্জাতিক মাস্টার।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন আনসার

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সমাপ্ত হওয়া জাতীয় মহিলা দাবা লিগে রাণী হামিদের নেতৃত্বে বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লিগের সাত ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা শীর্ষে থাকে। সমান ১৩ পয়েন্ট পেয়েও গেম পয়েন্টের ব্যবধানে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আনসারের গেম পয়েন্ট ছিল ২৪, যেখানে নৌবাহিনীর সংগ্রহ ছিল ২২.৫।

তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন

বিজয়ী আনসার দলে রাণী হামিদ ছাড়াও খেলেছেন দেশের একঝাঁক প্রতিভাবান দাবাড়ু:

মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, নীলাভা চৌধুরী এবং ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

অন্যদিকে রানার্স-আপ নৌবাহিনী দলে ছিলেন আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ, নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু ও কাজী জারিন তাসনিম।

যতদিন সুস্থ থাকব, খেলে যাব- রাণী হামিদ

শিরোপা জয়ের পর তৃপ্ত রাণী হামিদ বলেন,"আমি চারটি ম্যাচ খেলেছি। দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলেছিলাম, এবার আনসারের হয়ে শিরোপা ধরে রাখতে পেরে ভালো লাগছে। আগামী ফেব্রুয়ারিতে ৮৩ বছরে পা দেবেন এই কিংবদন্তি। অবসরের চিন্তা ঝেড়ে ফেলে তিনি সাফ জানিয়ে দেন, শরীর আর মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নেই। যতদিন সুস্থ থাকব, দাবার বোর্ড ছাড়ব না।

এক অনন্য প্রেরণা

রাণী হামিদের এই দীর্ঘস্থায়ী ক্যারিয়ার কেবল দাবার কোর্টেই সীমাবদ্ধ নয়, বরং তা বাংলাদেশের তরুণ প্রজন্মের অ্যাথলেটদের জন্য এক বিশাল বার্তা। যেখানে অনেক খেলোয়াড় ত্রিশ-চল্লিশেই অবসরের কথা ভাবেন, সেখানে ৮২ বছরেও রাণী হামিদের এমন ক্ষুরধার পারফরম্যান্স বিশ্ব ক্রীড়াঙ্গনেই বিরল।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: