ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
সোনাক্ষি মনে করেন সিনেমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মুসলিমদের পাশে দাঁড়ানো

দেশের মানুষের সঙ্গে আমি রয়েছি। অ’ধিকার ছি’নিয়ে নেওয়া যায় না :সোনাক্ষি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৯:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৯:৪১

 

সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা দাবাং ৩। সালমান খানের পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। সিনেমা দর্শক হৃদয়ে ঝ’ড় তুলল কিনা তা ভুলে এখন দেশের সবচেয়ে চর্চিত বিষয়ে সংশো’ধিত নাগরি’কত্ব বিল নিয়ে মেতে রয়েছেন বলি অভিনেত্রী সোনাক্ষি। নাগরি’কত্ব বি’রোধী আ’ইন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘দেশের মানুষের সঙ্গে আমি রয়েছি। অ’ধিকার ছি’নিয়ে নেওয়া যায় না,

রাস্তায় বি’ক্ষো’ভকারীদের অনুভূতি আমি অনুভব করছি। নিজেদের আওয়াজ তুলে বি’রোধিতা করা মানুষদের জন্য আমি গর্ববোধ করি। তাঁদের সঙ্গে আমি আছি।’ তিনি এও জানান, ‘দেশজুড়ে কী চলছে সেসব আমরা জানি। মানুষ জানে কোনটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সত্যিই খুশি যে আমাদের সিনেমাতেও দর্শকরা বেশ সাড়া দিয়েছেন। এই মুহূর্ত সি’এ’এ বি’রোধিতায় গোটা দেশ একত্রিত হয়েছে এবং এটা সিনেমার থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

মুক্তির পরই বক্সঅফিস কাঁ’পিয়ে দিয়েছে সালমানের দাবাং ৩। প্রথম দিনে এই সিনেমার ঝুলিতে প্রবেশ করেছে ২৪.৩ কোটি টাকা। তবে মুক্তির পরই অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে যাওয়া ব্যবসায় অনেকটাই লো’কসান হচ্ছে বলে অভি’যোগ উঠেছে।



আপনার মূল্যবান মতামত দিন: