ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

গবেষণার সুফল পৌঁছে দিতে চিকিৎসক, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান

Admin 1 | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭ ২১:২৩

Admin 1
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭ ২১:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজ্ঞান গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ ঢাবি’র জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ডিএনএ প্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে এ কথা উল্লেখ করে উপাচার্য বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার মান বাড়াতে হবে। পাশাপাশি সামাজিক বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির জেনোমিকস সেন্টারের পরিচালক ড. শাহ এম ফারুক।
বিশ্ব ডিএনএ দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এ সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: