odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

করোনার ভয়াবহতা কমে আসায় চীনে অস্থায়ীভাবে নির্মিত অধিকাংশ হাসপাতাল বন্ধ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ March ২০২০ ০১:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ March ২০২০ ০১:২৮

 

বেইজিং, ৯ মার্চ, ২০২০ : চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় অস্থায়ীভাবে গড়ে তোলা হাসপাতালগুলোর অধিকাংশ বন্ধ করে দেয়া হচ্ছে।
মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আক্রান্ত রোগিদের আলাদা করে রাখার জন্য এসব হাসপাতাল চালু করা হয়। খবর এএফপি’র।
সোমবার জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে দেশব্যাপী নতুন করে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত জানুয়ারি থেকে করোনাভাইরাসে আক্রান্ত প্রতিদিনের রোগির সংখ্যার হিসাব রাখা শুরু করা হয়। সেদিক থেকে প্রতিদিনের নতুন করে আক্রান্তের সংখ্যা সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে।
নতুন করে আক্রান্তের এবং মৃতের অধিকাংশ হুবেই প্রদেশের বাসিন্দা। এ ভাইরাসে নতুন করে ২২ জনের মৃত্যু হয়। আর এই হুবেই প্রদেশেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে এ ভাইরাস মহামারি আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
এ নিয়ে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১১৯ জনে দাঁড়ালো। এই ২২ জনের মধ্যে একজন ছাড়া বাকি সকলেই হুবেই প্রদেশের বাসিন্দা।
এ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে ৮০ হাজার ৭শ’ জনেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিগত কয়েক সপ্তাহ ধরেই হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার প্রবণতা দেখা যাচ্ছে।
প্রদেশটিতে নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তারা সকলেই রাজধানী নগরী উহানের বাসিন্দা। গত ডিসেম্বরে সেখানে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
প্রাদেশিক সরকার জানায়, উহানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩১ হাজার রোগি সেরে উঠেছে এবং তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উহানে বিভিন্ন স্টেডিয়াম ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৬টি সরকারি স্থাপনাকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়। এসবের মধ্যে ১১টিতে রোববার রোগি ভর্তি করা স্থগিত করা হয়।
অতি সম্প্রতি অস্থায়ীভাবে নির্মাণ করা দু’টি হাসপাতাল বন্ধ করে দেয়া হবে। এ দু’টি হাসপাতালে প্রায় দু’হাজার রোগি রাখার ব্যবস্থা রয়েছে।
সিনহুয়া জানায়, রোববার এ দুই হাসাপতাল থেকে ৬১ জনকে ছেড়ে দেয়া হয়। তারা ছিল ওই দুই হাসাপাতাল থেকে ছেড়ে দেয়া সর্বশেষ



আপনার মূল্যবান মতামত দিন: