
প্রেসিডেন্ট পদে নিজের ১০০ দিনের সফলতার কথা বলতে গিয়েও সংবাদমাধ্যমকে নিন্দা করতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার তিনি পেনসিলভানিয়ায় এক সমাবেশে যোগ দেন। সেখানেই নিন্দার বাণে বিদ্ধ করেন গণমাধ্যম আর বিরোধী শিবির ডেমোক্র্যাটদের।
শনিবার ছিল হোয়াইট হাউস প্রতিনিধির দায়িত্বে থাকা সাংবাদিকদের সংগঠনের বার্ষিক নৈশভোজ। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে জ্যেষ্ঠ সাংবাদিকদের এই অনুষ্ঠানে যাননি রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট। আগে থেকেই অবশ্য হোয়াইট হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প এবারের ভোজে থাকবেন না। আর এই দিনটিতেই ট্রাম্প আরেক দফা ধোলাই করলেন তাঁর দেশের প্রচারমাধ্যমকে।
ক্ষমতা গ্রহণের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে মার্কিন সংবাদমাধ্যমের বৈরী সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৩৬ বছরের প্রথা ভেঙে তিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের জমকালো অনুষ্ঠান থেকে দূরে থাকলেন।
নিজের ক্ষমতার ১০০ দিন উপলক্ষে পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সম্পূর্ণ ব্যর্থ। নিউইয়র্ক টাইমস, সিএনএন ও এমএনবিসির নাম উল্লেখ করে তিনি বিষোদ্গার করেন। সংবাদমাধ্যমের অগ্রাধিকার ও মার্কিনদের অগ্রাধিকার এক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ১০০ দিনের ‘সাফল্যগাথা’ তুলে ধরেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনে এমন সফলতা যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বলে দাবি করেন তিনি। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ওবামা কেয়ার’ বাতিলের উদ্যোগ, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের উদ্যোগসহ তাঁর প্রশাসনের কথিত সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
হোয়াইট হাউসের খবর সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের নৈশভোজে হাজির না থাকলেও তা নিয়ে কথা বলতে ভোলেননি ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটনে সাংবাদিক ও হলিউড তারকারা একত্র হয়েছেন প্রেসিডেন্টকে ছাড়া। কিন্তু তিনি নিজে ওই নৈশভোজের পরিবর্তে সমর্থকদের মধ্যে থাকতে পেরে অনেক বেশি আনন্দ পাচ্ছেন। ট্রাম্প বলেন, সমাবেশে লোকের সংখ্যা অনেক বেশি এবং ‘অন্যদের তুলনায়’ তাঁরা অনেক ভালো।
শততম দিনের সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ঐক্যের বদলে বিভক্তির কথাই বলেছেন। একদল প্রতিবাদকারী প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে তাদের সভাস্থল থেকে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা একের পর এক প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি।’ এই অগ্রগতিতে জনগণ মহাখুশি দাবি করে তিনি বলেন, ‘ঐতিহাসিক অগ্রগতি সত্ত্বেও আমাদের আগের সময়কার অব্যবস্থাপনার উত্তরাধিকারের কথাটি আমি স্মরণ করিয়ে দিতে চাই।’
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এই বিশেষ দিনের সমাবেশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাটদের কড়া সমালোচনাও করেন।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের শততম দিন শনিবার নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তাঁর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: