ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মেক্সিকোয় মাদক গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে ১৯ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০ ০১:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০ ০১:৩১

 

কুইদাদ জুরায়েজ, ৫ এপ্রিল, ২০২০ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া প্রদেশে মাদকচক্রের মধ্যে বন্দুক যুদ্ধে অন্তত ১৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাদিরা কমিউনিটির মধ্যে চলতি বছরে অন্তত পাঁচটি বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ আরো জানায়, গতকাল মাদিরা শহরে ১৯ জনের প্রাণহানির ঘটনায় জননিরাপত্তা বিভাগের সঙ্গে যুক্ত স্টেট এটর্নি জেনারেল এবং মেক্সিকান সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করেছে।
প্রাথমিক রিপোর্টে বলা হয়, সিনালোয়া গ্রুপের শরিক জেনটি নুয়েভা গ্রুপ মাদিরার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালায়। এতে ১৯ জন প্রাণ হারায়।
নুয়েভা গ্রুপ তাদের বিরোধী জুয়ারেজ কার্টেল গ্রুপের শরিক লা লিনিয়া গ্রুপের সদস্যদের ওপর এই হামলা চালায়।
ঘটনার পরেই কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ১৮টি লং ফায়ার আর্মস, ১টি শর্ট আর্মস, ২টি গাড়ি ও ২টি গ্রেনেড উদ্ধার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: