ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পেরুতে করোনা ভাইরাসে ১৭ পুলিশ কর্মকর্তার মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০ ০৩:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০ ০৩:৪০

 

লিমা, ২৬ এপ্রিল, ২০২০ : পেরুতে দেশব্যাপী লকডাউন কার্যকর করতে সক্রিয় থাকায় নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ১৭ জন পুলিশ কর্মকর্তা মারা গেছেন।
চলতি সপ্তাহের শুরুতে কতৃপক্ষ করোনা আক্রান্ত অন্তত ১৩০০ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করেছে।
পেরুতে আক্রান্তে সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করে। পরে নতুন নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী গাস্টন রোডরিগুয়েজ বলেন, ‘আমরা দেশব্যাপী ১৭ জন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি, এদের ১১ জনই লিমায় মারা গেছেন।’
পেরুতে ১৬ মার্চ থেকে লকডাউন চলছে।
রোডরিগুয়েজ বলেন, পেরু পুলিশের জন্য মাস্ক ও গ্লাভস ক্রয়ে ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। দেশটিতে ২৫ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং ৭০০ লোকের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: