ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রাশিয়ায় ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ মে ২০২০ ০৪:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ মে ২০২০ ০৪:১২

 

মস্কো, ২৮ মে, ২০২০: রাশিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।
কতৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, দৈনিক হিসাবে এই মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের রেকর্ড সর্বোচ্চ সংখ্যার সমান। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪২ জন।
দৈনিক মৃতের সংখ্যা এপ্রিলের চেয়ে মে মাসে বৃদ্ধি কর্মকর্তাদের মতে এসব রোগী কয়েক সপ্তাহ আগে মহামারির পিক টাইমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বর্তমান স্থিতিশীল পরিস্থিতিতে বুধবার সন্তোষ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা ৯ হাজারের নিচে নেমে ৮ হাজার ৩৭১ জনে দাঁড়িয়েছে।
রাশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ মস্কোতে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ২৩ এপ্রিলের পরে সর্বনিন্ম ২ হাজার ২৩ জনে নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: