odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তোফায়েল আহমেদের শোক

odhikar patra | প্রকাশিত: ১৪ June ২০২০ ০৫:৫৮

odhikar patra
প্রকাশিত: ১৪ June ২০২০ ০৫:৫৮

 

ঢাকা, ১৩ জুন, ২০২০  : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বর্ষীয়ান রাজনীতিবিদ, দলের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, মোহাম্মদ নাসিম দীর্ঘজীবন ধরে গণমানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ভিত্তিক প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচার-সামরিক শাসনবিরোধী লড়াইয়ে তার তেজদীপ্ত ভূমিকা আগামী প্রজন্মকে সর্বদা অনুপ্রেরণা যোগাবে।



আপনার মূল্যবান মতামত দিন: