
ছোটদের গুরুত্ব দিয়ে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ‘শিশুচত্বর’ তৈরি করেছে বাংলা একাডেমি। কিন্তু ‘শিশুচত্বর’ এর প্রবেশপথেই করা হয়েছে বানান ভুল। ‘শিশুচত্বর’ শব্দটির পরিবর্তে লেখা হয়েছে ‘শিশু চত্তর’। তাও আবার ‘শিশু’ ও ‘চত্তর’ ---এ দুটি শব্দকে লেখা হয়েছে আলাদাভাবে। অথচ শুদ্ধ রূপটি হবার কথা ‘শিশুচত্বর’। বাংলা একাডেমি’র ব্যবহারিক বাংলা অভিধানে ‘চত্তর’ বলে কোনো শব্দ নেই। আর বাংলা একাডেমির অভিধান অনুযায়ী শব্দটি হবে ‘চত্বর; যার অর্থ চাতাল, চবুতর, প্রাঙ্গণ, উঠান, আঙিনা, রঙ্গভূমি, যজ্ঞভূমি।
গত ডিসেম্বর মাসে বানান ভুল করে মহাপরিচালক শামসুজ্জামান খান দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর এক মাস না পেরুতেই আবারও বানান ভুলের হাস্যকর পরাকাষ্ঠা দেখাল বাংলা একাডেমি। সেবার মহাপরিচালক সামান্য কয়েক লাইনের একটি ফেসবুক স্ট্যাটাসে বেশ ক’টি বানান ভুল করে সমালোচনার পাশাপাশি ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: