ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রোমানিয়ায় হাসপাতালে অগ্নিকান্ডে ১০ করোনা রোগীর মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০ ০৩:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০ ০৩:৪১

 

বুখারেস্ট, ১৫ নভেম্বর, ২০২০ : রোমানিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শনিবার একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকান্ডে সেখানে চিকিৎসাধীন ১০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। হাসপাতালের এক মুখপাত্র এ কথা জানান।
পায়াট্রা নিয়াম শহরের এই হানপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ে। পরে জরুরি বিভাগ এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
হাসপাতালের মুখপাত্র ইরিনা পোপা বলেন, “আগুনে ১০ জনের মৃত্যুও কথা ঘোষণা করা হয়েছে এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।”
এদের মধ্যে ৮ জন আগুনে পুড়ে মারা গেছে এবং অপর ২ জন উদ্ধারের পরে মারা গেছেন।
জরুরি কর্মকর্তারা বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোগিদের বাঁচাতে চেষ্টা চালিয়েছিলেন, এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
আগুন লাগার কারণ জানা যায়নি তবে প্রসিকিউটর জেনারেল এই ঘটনার তদন্ত শুরু করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: