ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
আমি মেয়র হলে আমার কাছে যেতে কোন মাধ্যমের প্রয়োজন হবেনা

যে কেউ যেকোন প্রয়োজনে আমাকে সব সময়ই পাবে ঃঃ ঝরা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০ ০২:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০ ০২:২৮

মেয়র প্রার্থী “ নাসরিন সুলতানা ঝরা “

 

আজ সোনারগাঁও পৌরসভার ৬ নং ওয়ার্ডের খাগুটিয়া, বাগমুছা, দিয়া পাড়া ও কৃষ্ট নগর গ্রামে নাসরিন সুলতানা ঝরার নির্বাচনী গণ সংযোগ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি নাসরিন সুলতানা ঝরা বলেছেন, যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমার কাছে যেতে কোন মাধ্যমের প্রয়োজন হবেনা, যে কেউ যেকোন প্রয়োজনে আমাকে সব সময়ই কাছে পাবে।

পৌরসভার প্রতিটি এলাকার বেকার নারীদের সাবলম্বী করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করবো। পৌরসভার অনেক মা বোন রয়েছেন যারা বেকার সময় কাটান। সেই বেকার সময়ে যাতে নারীরাও আয় করতে পারে,আমি মেয়র নির্বাচিত হলে সেই ব্যবস্থা করবো ইনশাহআল্লাহ। ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাসরিন সুলতানা ঝরা। ওই সময় তার এই নির্বাচনী গণসংযোগে পুরুষের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীরাও অংশগ্রহণ করেন। ওই সময় ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে নারীদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। ওই সময় নাসরিন সুলতানা ঝরা বলেন, আমি যেনো নৌকা প্রতীকে মনোনয়ন পাই সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর নৌকা প্রতীক যেই পাক আপনারা সকলে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন।

—মেয়র প্রার্থী “ নাসরিন সুলতানা ঝরা।

এসময় উপস্হিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি—আসাদুল ইসলাম আসাদ,সহ সভাপতি—অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের সদস্য—হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা—ইকবাল,পৌরসভা যুবলীগ নেতা—গাজী তোফায়েল, পাপন,রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি —মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক— মজিবুর, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক—শ্যামল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি—মজিবুর রহমান, যুবলীগ নেতা—সানোয়ার,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী, আওয়ামীলীগ নেতা—দীপক,মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা,সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নাদিয়া, আওয়ামীলীগ নেতা সোহরাব, তাহের আলী, শফিউদ্দিন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: