ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ভ্রমনে নিষেধাজ্ঞা ইন্স্যুতে ট্রাম্পের আপিল খারিজ

Admin 1 | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১৮

Admin 1
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১৮

৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা স্থগিত করে আদালতের নির্দেশনার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করে দিয়েছে আদালত।

সিয়টলের ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের করা এই আপিল খারিজ করে দেয়। ফেডারেল আদালত বলছে, সরকারের এমন সিদ্ধান্ত অসাংবিধানিক ও বৈষম্যের।

উল্লেখ, গত শুক্রবার প্রথমে আদালত ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা ইস্যুত সরকারের সিদ্দান্তের সাময়িকভাবে স্থগিত করেন সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট।

আদালতের ওই আদেশের পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যে সব ভিসা বাতিল করা হয়েছে সেগুলো পুনরায় বিবেচনা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর প্রায় ৬০ হাজার ভিসা বাতিল করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে ট্রাম্প বলেন, বিচারকের এমন স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক। এ ধরনের আইনি রুলিংয়ের কারণে খারাপ ও বিপজ্জনক মানুষে ভরে যাবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ, সম্প্রতি এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।

 



আপনার মূল্যবান মতামত দিন: