ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সারাদেশে ক্ষতিগ্রস্থ সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০৬:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০৬:৪১

 

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্থ সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচল সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। 

মন্ত্রী আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ নির্দেশ দেন। 

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় যান চলাচলে যেন কোন প্রকার ভোগান্তি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় তিনি চলমান প্রকল্প সমূহের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে মনিটরিং ব্যবস্থা জোরদারের  ওপর গুরুত্বারোপ করেন।
 
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, ঢাকা মাস র্যা পিড ট্রানজিট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ, কে, এম, মনির হোসেন পাঠান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামসহ  মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 



আপনার মূল্যবান মতামত দিন: